এ রায়হান চৌধুরী,পঞ্চগড়।।
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান না ভেঙে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় সাকোয়া বাজারের সকল জনগণের ব্যানারে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আল আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সরকার সাকোয়া বাজার হয়ে দেবীগঞ্জ বোদা সড়কটি ৬ লেন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরাও উন্নয়নের পক্ষে, আমরাও উন্নয়ন চাই কিন্তু তা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে নয়, ব্যবসায়ীদের পথে বসিয়ে নয়। একই সাকোয়া মধ্য বাজারে কাপড় দোকান, মাছের দোকান সহ বিভিন্ন ধরনের দুই শতাধিক দোকানপাট আছে। এর সাথে হাজারো কর্মচারী ও তাদের পরিবারের অন্তত ৫ হাজার মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থা জড়িয়ে আছে। এই দোকানপাট ভাংলে ব্যবসায়ীদের পথে বসতে হবে।
আমরা সরকারের কাছে অনুরোধ করি, সাকোয়া বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে বাজারের যে কোন পাশে বাইপাস সড়ক নির্মাণ করে ৬ লেন সড়কটি নির্মাণ করার জন্য। তাহলে ব্যবসায়ীদের কোন ক্ষতি হবে না। একই সাথে সড়কটি নির্মাণ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.