মুন্সিগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস ও টঙ্গীবাড়ী থানা পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
জানা গেছে, ঢাকা হতে যাত্রী নিয়ে ঘাতক বাসটি টঙ্গীবাড়িতে ফিরছিল। নিহত মাদ্রাসা ছাত্রী আরবি (৬) স্থানীয় মাদ্রাসা হতে বাড়ি ফিরছিল। পথমধ্যে টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনী বাড়ি এলাকায় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ঘাতক বাসটি ওই মাদ্রাসার ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পরপরই ঘাতক বাস চালক জামাল পালিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, ঘাতক বাসের ড্রাইভার জামাল একজন মাদক সেবী। সে মাদক খেয়ে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, বাসটি ঢাকা হতে টঙ্গীবাড়িতে আসতেছিল। পথে রান্ধুণী বাড়ি এলাকায় মাদ্রাসা ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্রী আরবি নিহত হয়। ঘটনার পরে বাস চালক পালিয়ে যায়। এই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আগুন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস সহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আমরা বেশ কিছুটা আহত হই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.