বেনাপোল সংবাদদাতা।।
যশোরের শার্শা উপজেলার এসআর কল্যাণ সংগঠনের উদ্যোগএক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে ৷খেলাটি এসআর কল্যাণের সভাপতি, মোঃ সোহাগ হোসেনের নেতৃত্বে ফুটবল খেলা শুভ উদ্বোধন হয় ৷
সোমবার ( ২২শে) সেপ্টম্বর বিকাল ৪:৩০ মিনিটে খেলা শুরু হয় । উক্ত খেলায় দুইটি দল অংশ গ্রহন করেন , সিনিয়ার ফুটবল একাদশ বনাম জুনিয়ার ফুটবল একাদশ ৷ খেলাটি ৬০ মিনিটে শেষ হয় , ১-১ গোলে ড্র |
উপস্তিত ছিলেন, সিনিয়র সভাপতি,মোহাম্মদ ইউনুস ,(প্রাণ ক্যান্ডি),সহ-সভাপতি, সৈয়দ রাশেদুজ্জামান রাইটার,(পোলার),মোহাম্মদ জাহিদ,( প্রাণ রোবো),ক্যাশিয়ার,মো: সামিউল ইসলাম, (প্রাণ চকলেট গ্রুপ),সহকারী ক্যাশিয়ার,মোঃ রুহুল আমিন,
এছাড়াও আরো উপস্তিত ছিলেন, কার্যকরী কমিটি,সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইমাম হোসেন (ডেটল ),সহ সম্পাদক, মুজাহিদুল ইসলাম, (প্রাণ ফ্রুটফান) ,সাংগঠনিক সম্পাদক,
আলমগীর ,(লাচ্চি), সহ-সাংগঠনিক সম্পাদক
,মোঃ মনিরুল ইসলাম , প্রচার সম্পাদক, ইসরাফিল হোসেন ,(গোল্ড মার্ক) ,দপ্তর সম্পাদক, আলমগীর হোসেন, (কমফোর্ট),শিক্ষা ও গবেষণা সম্পাদক, আব্দুর রউফ, (নুডুলস), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আব্দুর রউফ, (প্রাণ ফ্রুট ফান) , মহিলা বিষয়ক সম্পাদক,সুমনা আক্তার জ্যোতি ,উপদেষ্টা,তুহিন (প্রান), আলম (পারফেটি) ,
আকাশ (আকিজ), সাধারণ সদস্য, বাপ্পি ,(রুহুল গ্রুপ) , আরিফ (posti), আরাফাত হোসেন( আকিজ) , আরিফ (বনফুল ) , সাঈদ (কোহিনুর কেমিকেল) , জনি ( বনফুল ),নাজমুল (অলিম্পিক) , নাজমুল হোসাইন( প্রাণ) ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.