মোঃ সবুজ সরকার সৌরভ,টাঙ্গাইল।।
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক চোরের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে হলুদিয়া গ্রামের আবুল উদ্দিনের বাড়িতে অটোরিকশা চুরির উদ্দেশ্যে প্রবেশ করে এক ব্যক্তি। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং ওই ব্যক্তিকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে সকাল ৮টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-চোরাচালান কাজে জড়িত ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.