মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।
কুড়িগ্রামে জামে মসজিদে নামাজ আদায় করতে যাওয়াকে কেন্দ্র করে মোঃ ছকমল হোসেন (৫০) নামের এক মুসল্লীকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ উঠেছে মোঃ ফারুক হোসেন,মোঃ শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম নামের ৩ ব্যাক্তির বিরুদ্ধে।অভিযুক্তরা কুড়িগ্রাম পৌর শহরের ৬ নং ওয়ার্ডের নামাটাপু ভেলাকোপা গ্রামের বাসিন্দা।আহত মুসল্লী কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী মুসল্লী মোঃ ছকমল হোসেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়,কুড়িগ্রাম পৌর শহরের নামাটাপু ভেলাকোপা গ্রামে দু বছর পূর্বে একটি ওয়াক্তিঘর নির্মান করেন স্থানীয়রা।পরে সেই ঘরটিকে
স্থানীয়দের মতামত নিয়ে গত ২৬ শে জুন/২৪ মসজিদটির নামকরন ও জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সকলের সমত্তিক্রমে মসজিদটির নাম দেয়া হয় ফারাজী পাড়া জামে মসজিদ।মসজিদের একাউন্ট,জমি রেজিস্টেরিসহ সকল কার্যক্রম শেষ হয়।এর তিন মাস পর স্থানীয় ৩/৪ জন ব্যক্তি এর বিরোধীতা করে প্রকাশ্যে মসজিদের ব্যানার ছিড়ে ফেলে ও মুসল্লীদের নামাজ আদায় করতে বিভিন্নভাবে বাঁধা প্রদান করে।এতেই ক্ষিপ্ত নয় পুরাতন মসজিদটির পাশে নতুন একটি মসজিদ তৈরি করে।স্থানীয় মুসল্লিরা নতুন মসজিদ প্রত্যাখ্যান করে পুরাতন মসজিদে নামাজ আদায় করার কারনে অনেক মুসল্লিকে ওই তিন-চার ব্যক্তি হুমকি ভয়ভীতি প্রদান করে আসছে।স্থানীয় ভাবে শালিস বৈঠক বসলেও ওই তিন ব্যাক্তির কারনে কোন সমাধান হয় না।ফলে দিনের পর দিন তারা বেপরোয়া হয়ে গতকাল ছকমল হোসেন নামের ওই মুসল্লীকে মারধর করে। এঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।পরিত্রাণে প্রশাসনের কাছে আইনগত সমাধান চায় স্থানীয়রা।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.