

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর বেহেরপাড়া গ্রামে একটি বিয়ে বাড়িতে চাঁদা দাবি করে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইদ্রিস আলী মালত মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিয়েবাড়িতে কয়েকজন সন্ত্রাসী প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা হামলা চালায় এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বেই এ হামলা ও লুটপাট সংঘটিত হয়েছে। এতে বিয়েবাড়ির অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।