এ রায়হান চৌধুরী, পঞ্চগড়।।
পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোস্তাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ এপ্রিল দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন নিজস্ব কোচিং সেন্টারে ওই শিক্ষক তার স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
মাত্র পাঁচ মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষে আদালত এ রায় ঘোষণা করল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. জাকির হোসেন বলেন, পঞ্চগড়ে চাঞ্চল্যকর এ ঘটনায় আদালত শিক্ষকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন।
এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান, জাকির হোসেন,পাবলিক প্রসিকিউটর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জজ কোট, পঞ্চগড়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.