মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে বরিশাল সরকারি বি.এম কলেজের বিএ(সম্মান) প্রথম বর্ষের ছাত্র সুভঙ্কর মাঝি মারা গেছে। সে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি বাজীতপুর বকুল মাঝির ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে তার নিজ বাড়ীতে।
সুভঙ্কর মাঝি পানির পাম্প দিয়ে নির্মাণাধীন ঘরে পানি দিচ্ছিলো এসময় বিদ্্ুযৎতের তারের সাথে জরিয়ে গুরুত্বর আহত হন। এরপর রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যায় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের জরুরী বিভাগ।
উপজেলা রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদিপ মন্ডল জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন হাসপাতালে আনা হয় কিন্তু সে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.