

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেল অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়ান উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল কাশিয়ানী উপজেলা শাখা এ কর্মী সম্মেলনের আয়োজন করে।
আজ (৬সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সানজিদা আক্তার রাহেলার সভাপতিত্বে এবং কাশিয়ানী উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুলের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের গনতন্ত্র রক্ষায় তারেক জিয়া ঘোষিত ৩১’দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই সাথে সামাজিক অধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে। ফ্যাসিস্ট ও খুনি সরকার দেশ থেকে পালিয়ে গেলে আর ফিরে আসে না। আগামিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে মাদক ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় আর ও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডঃ আবুল খায়ের, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি সফিকুল ইসলাম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু বক্তব্য রাখেন। এ সময় কাশিয়ানী উপজেলা মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।