টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কামারখাড়া বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় সুমন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসির মালিক মোহাম্মদ সুমনকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই বাজারে স্বপন সুইটমিটে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত করায় প্রতিষ্ঠানটির মালিক স্বপন ঘোষকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল।
এ ব্যপারে আসিফ আল আজাদ জানান, আমরা ভোক্তাদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করছি। আজ কামারখাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.