
কারো সঙ্গে পরিচয় হওয়ার পর আমরা পছন্দ-অপছন্দ জানতে চেষ্টা করি। এই প্রশ্ন-উত্তর পর্বের একটি সাধারণ প্রশ্ন হলো, ‘তোমার প্রিয় রঙ কী?’। একেক ব্যক্তির প্রিয় রঙ একেকটি। কেউ লাল রঙ ভালোবাসেন, কেউবা নীল। কারো পছন্দের রঙ কালো, আবার কারো সাদা। আপনার পছন্দের রঙ কি কালো? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই- 
মানুষের প্রিয় রঙ তার স্বভাব, ব্যক্তিত্ব, মানসিকতার অনেক দিক তুলে ধরে। এমনটাই বলছেন মনোবিজ্ঞানীরা। তাদের মতে, বিশেষ রঙের প্রতি আকর্ষণ কেবল নান্দনিক অনুভূতি নয়, এটি ব্যক্তিত্বের অদৃশ্য প্রতিফলনও বটে।

কালো রঙকে সাধারণত রহস্যময়তা, দৃঢ়তা ও আত্মসম্মানের প্রতীক ধরা হয়। যাদের প্রিয় রঙ কালো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় চলুন জেনে নিই-
যাদের কালো রঙ পছন্দ তারা সাধারণত আত্মবিশ্বাসী হয়ে থাকেন। জীবনে যে চ্যালেঞ্জই আসুক এরা সহজে ভেঙে পড়েন না। এমন ব্যক্তিরা নিজের সিদ্ধান্তে দৃঢ় অবস্থানে থাকেন। যাদের প্রিয় রঙ কালো তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।

কালো রং রহস্যের প্রতীক। যাদের কালো রঙ পছন্দ তারা সহজে নিজেদের মনের কথা প্রকাশ করেন না। এমন ব্যক্তিরা সংযমী স্বভাবের হয়ে থাকেন এবং চারপাশে এক ধরনের রহস্যময় আবহ তৈরি করে রাখতে ভালোবাসেন।
কালো রঙের সংযোগ রয়েছে আধুনিকতা, সৌন্দর্য আর স্টাইল এর। কালো রঙ পছন্দ করা মানুষরা সাধারণত রুচিশীল ও ফ্যাশন নিয়ে সচেতন হন। এই ব্যক্তিদের উপস্থিতি আলাদা মাত্রায় সবার দৃষ্টি আকর্ষণ করে।

কালো রঙ প্রিয় মানুষরা নিজের মর্যাদার ব্যাপারে সচেতন থাকেন। তারা অন্যায়ের সঙ্গে কোনো আপস করেন না। পাশাপাশি আত্মসম্মান রক্ষায় অনেক সময় একা লড়াই করতেও পিছপা হন না।
বাহ্যিকভাবে কঠোর ও দৃঢ় মনে হলেও এমন ব্যক্তিরা অন্তরের দিক থেকে খুব সংবেদনশীল। কাছের মানুষদের জন্য এদের ভালোবাসা ও দায়িত্ববোধ প্রবল থাকে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.