
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। রোববার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বড় মেহের ১৭৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুরুজ্জামান শেখের ছেলে মইন শেখ ও খবির বেপারীর ছেলে ইসমাইল বেপারী ।
স্থানীয়রা জানান, দুপুরে স্কুল মাঠে ফুটবল খেলতে যায় ইসমাইল, মইন ও তাদের সহপাঠীরা।এ সময় স্থানীয় আতিয়ার ঢালীর ছেলে বায়জিদ ঢালী ও তামিম ঢালী খেলতে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে তারা ইসমাইলকে মারধর শুরু করে। পরে সহপাঠী মইন শেখ এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়।পরে আহত মইন শেখকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ইসমাইলকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ইসমাইল অভিযোগ করে বলেন,ওরা প্রতিদিনই স্কুলে যাওয়া-আসার পথে গালিগালাজ করে। এমনকি আমাদের বোনদের সঙ্গেও খারাপ আচরণ করে। মাঠে খেলতেও দেয় না। প্রতিবাদ করলে আজ আমাদের হাতুড়ি দিয়ে মারধর করেছে।
মইনের বাবা বলেন,আমরা সন্তানদের নিরাপদ ভেবে স্কুলে পাঠাই। অথচ স্কুলের ভেতরেই বহিরাগতরা ঢুকে বাচ্চাদের এভাবে মারধর করছে। তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে ন্যায়বিচার চাই।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা তামান্না বলেন,পার্শ্ববর্তী এলাকার কিছু বখাটে ছেলে প্রায়ই আমাদের স্কুল মাঠে এসে বসে ও ঘোরাফেরা করে। আমি একাধিকবার নিষেধ করেছি। আজ তারা আমাদের দুই শিক্ষার্থীকে মারধর করেছে। এতে আমরা নিজেরাও হুমকির মুখে পড়েছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
