জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে একটি সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক শামীমকে হুমকি দিয়েছেন এক নারী। এই ঘটনায় জেলার সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক শামীম হোসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন এবং তিনি শহরতলীর পূর্ব নাছিরপুর গ্রামের মৃত তোয়াজ উদ্দিন মুহুরীর সন্তান। সাংবাদিক শামীমকে হুমকি দেয়া নারীর নাম সুমাইয়া বলে জানা গেছে।
সাংবাদিক শামীম হোসেন জানান, টাকা লেনদেনকে কেন্দ্র করে রাস্তায় প্রকাশ্যে তিন নারীর মারামারির ঘটনা ঘটে। গত রোববার বিকালে জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সাংবাদিক শামীমের হাতে আসে। ভিডিওটিতে দেখা যায়, রাস্তায় এক নারী আরেক নারীকে টাকা চেয়ে মারধর করছেন এবং পাশে থাকা আরেক নারী তাকে সহায়তা করছেন।
শামীম আরো জানান, ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকে ফোনে হুমকি দেন সুমাইয়া নামের ওই নারী। তিনি মারামারির ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার না করতে হুমকি দেন। সংবাদ হলে একজন পুলিশ সদস্যের চাকরি থাকবে না বলেও তিনি হুমকি দেন।
এই বিষয়ে জানতে অভিযুক্ত নারী সুমাইয়া মোবাইল ফোনে মঙ্গলবার রাত ৮টা ১ মিনিটের দিকে দুইবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.