আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের চাপে গৃহবধূ সম্পা আক্তার( ২৩)'কে বেদম মারপিটসহ শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার সাথে জড়িতদের
গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (২০শে জুলাই) বিকেলে অত্রালাকাবাসীর উদ্যোগে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিলসহ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভকারীরা সম্পা হত্যার সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবী করেন।
এসময় সম্পার পিত্রালয়ের পরিবার -পরিজন এবং আত্মীয়-স্বজনরা বক্তব্য রাখেন।
এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হলেও চিহ্নিত
আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন।পরে বিক্ষোভকারী থানায় পৌঁছে থানা অফিসার ইনচার্জ'কে বিষয়টি অবগত করেন। এসময় তিনি দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য,গত ১৩ই জুলাই পলাশবাড়ী পৌর এলাকার শিমুলিয়া গ্রামের এক সন্তানের জননী গৃহবধূ সম্পা আক্তারকে যৌতুকের কারণে ও স্বামী মোবাইলে ক্যাসিনো জুয়া খেলায় বাঁধা দিলে হত্যা করে বলে জানা যায়। তবে ওই গৃহবধু আত্মহত্যা করেছে না হত্যা করে
আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে এনিয়ে এলাকায় নানামুখি গুঞ্জনসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিহত সম্পা উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের
কাতুলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে।।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.