Sunday, August 3, 2025
HomeScrollingপলাশবাড়ীতে চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

পলাশবাড়ীতে চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে চারদিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

বুধবার (১৬ই জুলাই) দুপুরে উপজেলা টাউন হলরুমে বইমেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার আলমগীর হোসেন বলেন,“মানুষের জীবনে পূর্ণ জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। সমাজে বই পাঠের প্রবণতা যত বাড়বে,জ্ঞানের পরিধিও তত বিস্তৃত হবে। যে কোনো জাতি গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন,“এই ভ্রাম্যমাণ বইমেলায় পাঠক সমাজসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শেখার মতো অনেক কিছু রয়েছে। চারদিনব্যাপী এই মহতী আয়োজন নতুন প্রজন্মের মাঝে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ভ্রাম্যমান বইমেলা ইউনিট ইনচার্জ কামরুজ্জামান,পলাশবাড়ী উপজেলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ও প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান,আবদুল্লাহ আদিল নান্নু,পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান, প্রভাষক নবীউল ইসলাম ও অবসরপ্রাপ্ত ব্যাংকার উত্তম কুমার,এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বইমেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ বইমেলা চলবে ১৬ই জুলাই বুধবার থেকে আগামী ২১শে জুলাই শনিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা পাঠক,ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments