মাদারীপুর প্রতিনিধি।।
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর উপর হামলার ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গণের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতা-কর্মীরা স্থগিতের ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। পরে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ জানানো হবে বলে জানান।
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাত প্রমুখ আসার কথা ছিলো। গোপালগঞ্জে হামলার পর তা স্থগিত হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজকে এই মাদারীপুরের মঞ্চে সমাবেশ হবার কথা ছিলো। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর তার স্থগিত করা হয়েছে। আগামীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
LN24BD/MHS
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.