
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অবদানকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে সে সময়ের নানা ঘটনা নিয়ে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।
সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শো প্রদর্শিত হয়। ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।
শো’তে অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ এবং বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেন। এ সময় অভ্যুত্থানের সময় ছড়িয়ে পড়া বিভিন্ন স্লোগান ও ছবিও প্রদর্শন করা হয়।
শেখ হাসিনার একটি বিদ্রূপাত্মক বক্তব্য— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’—সহ 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'মাতৃভূমি অথবা মৃত্যু' প্রভৃতি স্লোগান ড্রোন শো’তে তুলে ধরা হয়।
এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ, এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি প্রদর্শিত হয়। পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা সহ একাধিক ঐতিহাসিক প্রতিচ্ছবিও তুলে ধরা হয় এই শো’তে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.