গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে ৩৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার রাজপাট বাজারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ, রাজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার(ভূমি) অধীর মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে সরকারি ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ ভাবে দখল দিয়ে স্থাপন তুলে ব্যবসা চালিয়ে আসছিলো স্থানীয়রা। বন্যা নিয়ন্ত্রণে পানি চলাচলের পথ স্বাভাবিক রাখতে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা তা সরিয়ে না নেয়ায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ১.৫০ একর জমি থেকে ৩৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।