প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:০৩ পি.এম
ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্ভাবন: স্বেচ্ছায় রক্তদান বিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ত্রিশালসহ দেশের যেকোনো প্রান্ত থেকে রক্ত সহায়তা সহজ করতে এবং রক্তদান সম্পর্কে মানুষের মাঝে প্রচলিত ভুল ধারণা ও ভয় দূর করে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে স্বেচ্ছায় রক্তদান বিষয়ক একটি ওয়েবসাইট চালু করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।
ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ডাটাবেইস তৈরি করা হবে, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী রক্তদাতা ও গ্রহীতার সংযোগ স্থাপন সহজ হবে।
এই সেবামূলক উদ্যোগটি বাস্তবায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ভাবনী এই ওয়েবসাইটের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রতিবছর রক্তের অভাবে অনেক মানুষ মারা যায়। তবে এখন সেই হার ধীরে ধীরে কমে আসছে, যার পেছনে বড় ভূমিকা রাখছে দেশের তরুণ সমাজ। এই ধরনের উদ্যোগ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, “ত্রিশালে চালু হওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ রক্ত নিয়ে যে ভয়, ভ্রান্ত ধারণা এবং অনীহা পোষণ করে তা দূর হবে। রক্তদানে আগ্রহী করে গড়ে উঠবে স্বেচ্ছাসেবীদের একটি বৃহৎ প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতে দেশের প্রতিটি অঞ্চলে কার্যকরভাবে সম্প্রসারিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.