মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবি মাদবর(৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার ২২ জুন ভোর পাঁচটার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের শিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবি মাদবর শিবচর উপজেলা দ্বিতীয় খন্ড ইউনিয়ন মুজাফফরপুর গ্রাম শিকদারহাট এলাকার মো. আনছার মাদবরের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, ভোরে বাড়িতে বসে রবি মাদবর তার নিজের ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।
শিবচর থানা ওসি রতন শেখ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.