মাদারীপুর প্রতিনিধি।।
জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ দিনব্যাপী সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন।
সরকারি নাজিমউদ্দীন কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে আসছে এবং বিএনপির বিভিন্ন উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করবো।”
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা, যার প্রতি তৃণমূলের আস্থা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.