শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোয়েন্দা সংস্থা জিজিএফআই এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অংকন তালুকদার (৩০) নামের এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৪ জুন) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত অংকন তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ বলেন, কখনো ডিজিএফআই এর সদস্য আবার কখনো নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করতেন কথিত সাংবাদিক অংকন তালুকদার।
গত ১৭ এপ্রিল এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে “ডিজিএফআই-এর কাছে তথ্য আছে” বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন। পরে এসব ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পায় যৌথবাহিনী।
পরে শনিবার দুপুরে অভিযান চালিয়ে রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই কথিত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে বছর খানেক আগে গ্রেপ্তারকৃত অংকন তালুকদারকে কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় ডেইলি অবজারভার পত্রিকার কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.