নওগাঁ সংবাদদাতা।।
নওগাঁর নিয়ামতপুরে চলমান প্রচণ্ড তাপদাহে মাঠে কাজ করা শ্রমজীবী কৃষকদের পাশে দাঁড়ালেন দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটা কাজে নিয়োজিত প্রায় ১৫০ জন কৃষকের হাতে তিনি নিজ হাতে তুলে দেন ঠান্ডা পানি, ওরস্যালাইন ও টেস্টিস্যালাইন। এ সময় তীব্র গরমে ক্লান্ত কৃষকরা কিছুটা স্বস্তি ফিরে পান এবং কৃতজ্ঞতা জানান এই উদ্যোগের জন্য।
মাহমুদুন নবী বেলাল জানান, "শ্রমিকদের কষ্ট আমার মনে দাগ কাটে। তাদের একটু স্বস্তি দিতে পারলেই নিজেকে ধন্য মনে করি। তীব্র তাপদাহে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তাই তাদের শরীরে প্রয়োজনীয় পানিশূন্যতা পূরণে এ উদ্যোগ।”
উল্লেখ্য, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও সামাজিক উদ্যোগে বরাবরই সামনে থাকেন মাহমুদুন নবী বেলাল। তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.