জামালপুর সংবাদদাতা।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নওয়াব আলী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর কাদের বাবুল খান, এডভোকেট ফজলুল হক, এডভোকেট মোকাম্মেল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, এডভোকেট মোবারক হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.