মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ৫ টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা বুধবার(২১মে) সকালে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে শুরু হয়ে বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তম্বী।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সার্বিক সহযোগিতায় এবং মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় ৫ উপজেলার স্কুলের বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা দুপ্রক সদস্য মাওলানা উবায়দুল্লাহ। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দুপ্রক এর সহসভাপতি প্রফেসর মো. আব্দুল হালিম। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা দুপ্রক সদস্য ও প্রতিযোগিতার আহবায়ক সাংবাদিক মনজুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুপ্রক সদস্য আজমল হুদা ঢালী। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সমন্বিত কার্যালয়ের দুদক,সজেকার উপ-পরিচালক মো. আতিকুর রহমান, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,মোঃ শহীদুল ইসলাম মুন্সী, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফরিদুল ইসলাম, মাদারীপুর দুদক, সজেকা, উপসহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান অপু,
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সুবল বিশ্বাস, সঙ্গীতজ্ঞ দোলা দে, ভাস্কার ও চিত্র শিল্পী মো. আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুপ্রক এর সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, সদস্য মো. মুরাদ হাসান, মো. সিরাজুল ইসলাম, ফরিদা ইয়াসমিন লাকি, মেহেদী হাসান, প্রমুখ।
ln24bd/mhs
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.