জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে আওয়ামী লীগের সাবেক পৌর কাউন্সিলরসহ ৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, বরিবার রাতে ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জুলাই-আগষ্টের ঘটনায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি মুসা, আলমগীর হোসেন, মতিউর রহমান মুক্তা, সাব্বির রহমান, বাবলা, মিনহাজ মাহফুজ অর্ক। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে যুক্ত। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেফতারের দাবিতে গত রবিবার দুপুরে শহরের প্রধান সড়ক সাড়ে তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.