বিশ্বের মোট ১২৬টি শহরের মধ্যে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
একিউ ইনডেক্সে ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
আজ ঢাকার যেসব এলাকায় বায়ু মান খুব অস্বাস্থ্যকর, সেগুলো হলো— ইস্টার্ন হাউজিং-২, বেচারাম দেউড়ী, কল্যাণপুর, হেমায়েতপুর, গুলশান-২ ইত্যাদি।
এদিন ওই সময়ে ২৮১ স্কোর নিয়ে বায়ু দূষণে শীর্ষ স্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর।
এদিকে, ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান প্রায়ই খুঁকিপূর্ণ হয়ে ওঠায় সবাইকে ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে আরও বলা হয় যে যারা বেশি সংবেদনশীল, তারা যেন পারতপক্ষে ঘরের বাইরে না যায়।
এছাড়াও বায়ু দূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনি স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে দুইবার পানি ছিটানো, পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করার অনুরোধ জানানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.