আপনি যদি কম দামে ৫জি কানেক্টিভিটির ফোন কিনতে চান তবে আপনার প্রথম পছন্দ হতে পারে শাওমি রেডমি এ৪ ৫জি। এই ফোন পাওয়া যাচ্ছে দুইটি রঙে - স্টারি ব্ল্যাক এবং স্পার্কল পার্পল কালারে। এর স্পেসিফিকেশন এবং কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক।
রেডমি এ৪ মডেলে রয়েছে ৬.৮৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। সুন্দর গ্লাস বডি দেওয়া হয়েছে এই ফোনে। ফোনটি নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেনারেশন ২ প্রসেসরে চলে। ফলে ইউজার সহজেই একাধিক কাজ করতে পারেন। দৈনন্দিন কাজগুলোও দ্রুত সারা যায়।
ডিজাইন এবং পারফরম্যান্স: রেডমি এ৪ মডেল সাশ্রয়ী দামের হলেও এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪এস জেনারেশন চিপসেট দেওয়া হয়েছে। ফলে ব্যাটারি খরচ কম হয়। ফোন দ্রুত এবং মসৃণভাবে চলে। এতে এলপিডিডিআর৪ র্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ রয়েছে, ফলে যে কোনও অ্যাপস চোখের পলকে খোলে। ইউজার সহজেই একাধিক কাজ একসঙ্গে করতে পারেন।
এছাড়া এতে রয়েছে ৪ জিবি র্যাম। চাইলে আরও ৪ জিবি স্টোরেজকে ভার্চুয়াল র্যাম বানিয়ে নেওয়া যাবে। যা ফোনের পারফরম্যান্সকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। ডিজাইনো চোখ ধাঁধানো, হ্যালো গ্লাস স্যান্ডউইচ নকশা দেখতে চমৎকার। একইসঙ্গে এই ফোনটি ধুলা এবং কিছুটা পানির ছিটা থেকেও সুরক্ষিত। এতে আইপি ৫২ রেটিং রয়েছে।
গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য আদর্শ ফোন এটি। খুব মসৃণভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যায়। এই ডিসপ্লে চোখের জন্যও ভালো, কারণ এতে কম ব্লু লাইট রয়েছে। স্ক্রিন ফ্লিকার করে না। ফোনে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, কম আলোতেও ভালো ছবি তোলে। এছাড়া ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে, ফলে ভালো সেলফি তোলা কিংবা ভিডিও কলও করা যাবে অনায়াসে।
ফোনে ৫১৬০ এমএইচ ব্যাটারি রয়েছে। যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের চার্জার। খুব দ্রুত চার্জ হয়। ৩.৫ এমএম হেডফোন জ্যাকও রয়েছে। ফোন আনলক করার জন্য সাইডে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ভারতে এই ফোনের দাম মাত্র ৯ হাজার রুপি। ৬৪ জিবি ও ১২৮ স্টোরেজে ফোনটি কেনা যাবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.