মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস 'দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলা সরকারি সমন্বিত অফিসের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও র্যালি শেষে হল রুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।
প্রধান অতিথি বলেন, আমরা সবাই জানি দুর্নীতি একটি উইপোকার মত , আমরা যত উন্নয় করতে যাবো’ দুর্নীতি কারনে সেই উন্নয়ন করা সম্ভব হয় না। আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়বো, দুর্নীতি মুক্ত মাদারীপুর গড়বো।
মাদারীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মুজিবুল হক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম, ুমাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস, মাদারীপুর দুদকের উপপরিচালক মো. আতিকুর রহমান, মাদারীপুর সচেতন নাগররিক কমিটির সভাপতি খান মো. শহীদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.