মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নিরাময় হাসপাতাল সংলগ্ন ইতালি প্রবাসী ছালাম খালাশী (৫৭) করোনা উপসর্গ নিয়ে রোববার দুপুরে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের কলেজ রোড এলাকার নিরাময় হাসপাতাল সংলগ্ন ইতালি প্রবাসী ছালাম খালাশী মার্চ মাসের পথম সপ্তাহে ইতালি থেকে মাদারীপুরের নিজ বাড়িতে আসেন। গত এক সপ্তাহ থেকে তার শরীরে করোনা উপসর্গ জ¦র, কাশি দেখা দেয়। বাসাতে বসেই তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুর পৌনে দুইটার দিকে নিজ বাসাতেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে জেলা স্বাস্থ্য বিভাগের লোক এসে করোনার নমুনা নিয়ে গেছেন। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।
মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, দুপুরে ছালাম খালাশী নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমরা তার করোনার নমুনা সংগ্রহ করেছি। তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.