মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সহায্য কেন্দ্রের আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক(ভারপ্রাপ্ত) আফজাল হোসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শতাধিক প্রতিবন্ধী ও পরিবারের মানুষ। এসময় নতুন করে তিনজনকে হুইল চেয়ার বিতরণসহ সাদা ছড়ি ১০টি, হুইল চেয়ার ৮০টি হিয়ারিং এইড ১০টি, ট্রাই সাইকেল ১৮টিসহ মোট ১২২জনকে বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.