মাদারীপুর প্রতিনিধি।।
সকল শিশুর জন্য শিশু অধিকার নিশ্চিতকরণে মাদারীপুরে মত বিনিময় সভা করা হয়েছে। গত বৃহস্পতিবার মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বীভ।
জেলা এনসিটিএফ এর সভাপতি সাইফুল্লাহ ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স (সিভিল সার্জন প্রতিনিধি) শিখা বিশ্বাস, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক (অঃ দাঃ) নাজনীন আফরোজ, মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিব উল্লাহ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজনুর রহমান, জেলা তথ্য আপা প্রতিনিধি রুমকি আক্তার, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর জেলা ভলান্টিয়ার মো:খাইরুল ইসলাম দ্বীনসহ জেলা এনসিটিএফ এর সদস্যগণ। এছাড়া ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মাদারীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শামসুর নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি গন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.