শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের মুকসুদপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ২০টি বাড়িঘর, ২টি দোকানঘর, একটি ইজিবাইক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ২টি গরু লুট হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ফতেপট্রি গ্রামের তারা মোল্লা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মিজান মোল্লা গ্রুপ ও তারা মোল্লা গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম উজ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.