দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সোহানুর রহমান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের শাহ আলম মন্ডল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাতের গুরুত্ব তুলে ধরেন। হাত কে পরিস্কার রাখতে হলে নিয়ম মেনে হাত ধোয়ার বিকল্প নেই বলে জানান তারা।
এর আগে হাত ধোয়ার বিভিন্ন কলা কৌশন সকলের কাছে উপস্থাপন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারি মোস্তাফিজুর রহমান মাসুম।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটস সদস্য, স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.