মাদারীপুর প্রতিনিধি।।
রাষ্ট্রপতির আদেশক্রমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা জন্য জেলা উপজেলা পর্যায় বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করে আজ সকালে ও গতকাল বিকালে মাদারীপুর জেলাসহ বিভিন্ন উপজেলার বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অধিকাংশ দোকান ও আড়তে ব্যবসায়ীদেরকে মেমো নাম্বার সম্বলিত পাকা ভাইচার ব্যবহার না করে মেমোবিহীন কাঁচা ভাউচার ও খাতা ব্যবহার করায়
ব্যবসায়ীদেরকে পাকা ভাউচারের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে নির্দেশনা দেয়া হয় এবং অতিরিক্ত দাম না রাখার জন্য বলা হয়।
এসময় জেলায় বাজার মনিটরিং পরিচালনা করেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক।
এসময় আরও উপস্থিত ছিলেন এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী কমিশনার সালাহ উদ্দিন মাহমুদ,
খাদ্য নিয়ন্ত্রক, প্রানিসম্পদ কর্মকর্তা,মৎস্য কর্মকর্তা,কৃষি বিপণন কর্মকর্তা,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক।
এছাড়া ৫ টি উপজেলা ও জেলার মধ্যে আরও কয়েকটি টিম বাজার মনিটরিং করেছেন।
আশা করা হচ্ছে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হলে বাজারের উর্ধ্বগামী নিয়ন্ত্রিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.