মাদারীপুর প্রতিনিধি।।
খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রত্যেক বিভাগে একটি করে ভ্রাম্যমাণ পরীক্ষাগার দিয়ে খাদ্যদ্রব্য পরীক্ষা করা লক্ষ্যে মাদারীপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন করেছেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাদ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি উদ্বোধন করা হয়। খাদ্য পরীক্ষা কার্যক্রম খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন বাজারে পরিচালনা করা হবে। প্রথমে সেবাটি জেলা সদরে শুরু হলেও পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যন্ত পৌঁছানো হবে খাদ্য পরীক্ষার সেবা। মাদারীপুরে ভোক্তারা প্রাথমিক পর্যায়ে মাসে একদিন খাদ্য পরীক্ষার সেবা পাবেন।
এছাড়াও ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, এনডিসি রিজভী আহমেদ সবুজ, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.