মাদারীপুর প্রতিনিধি।।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিক কোডের দাবিতে মাদারীপুর জেলায় কর্মরত পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবর দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৪শ’ কর্মচারী-কর্মকর্তারা কর্মবিরতি রেখে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন। এসময় তারা একাধিক দাবি তুলে শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল-সমাবেশে কর্মচারী-কর্মকর্তারা দাবি তুলে ধরে বলেন, সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। চুক্তিভিত্তিক লাইন শ্রমিকদের জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে। সেই সাথে সরকারী নিয়মানুযায়ী যাতায়াত ভাতা, ওভারটাইম ভাতা, টিফিন ভাতাসহ সুযোগ-সুবিধা দেয়ারও দাবি করা হয়। বিভিন্ন দফা তুলে ধরনে।
মাদারীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম(আইটি) ও প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদাউস প্রমি বলেন, আমাদের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগ দেন জেলার আরো ৩টি জোনাল অফিস ও ২টি সাব জোনাল অফিসের প্রায় সাড়ে ৪ শতাধিক কর্মচারী-কর্মকর্তারা। আমরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি জমা দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.