শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের নগর সুন্দরদী গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত খুরশিদা আক্তার একই গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন খুরশিদা আক্তার। আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ইট বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের শরীরে ইট বাঁধা ছিল। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.