জামালপুর সংবাদদাতা।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিএনপি পূর্ণসমর্থন দিয়েছিল তাই আন্দোলন স্বৈরাচার পতনের রূপ নিয়েছিল। সেই আন্দোলনে একটি গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনা ক্ষমতা মস্তক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা আজ আত্মগোপনে রয়েছে কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ ১৭ বছর অন্যায়, জুলুম, হামলা-মামলা দিয়েছে। আর আমরা ১৭ বছর জেল, জুলুম, নির্যাতন সকল কিছু মোকাবেলা করে রাজপথে সংগ্রাম করেছি।
ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা সফল হয়েছি এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে আজকে স্বৈরাচার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারিনি। আমাদের আবার নতুন করে শপথ নিতে হবে বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠার আদায়ের জন্য। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা নেই।
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.