
খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৪৩) নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
চেয়ারম্যানের মৃত্যুর খবরে তার পরিবারে কান্নার রোল পড়ে যায় এবং আত্মীয়স্বজনেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়।
রবিউলের শ্যালক মনির হোসেন ঢাকা মেইলকে জানান, নিহত রবিউল ডুমুরিয়া থেকে খুলনা শহরের বাসায় ফিরছিলেন। পথে গুটুদিয়ায় পৌঁছালে সেখানে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এর বিচার চাই।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.