শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
কাশিয়ানীতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেলো আর এক বন্ধুরম। মঙ্গলবার (১৮জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলাধীন কাশিয়ানী-কাকদি রেললাইন ব্রীজের ছোটপোলা নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
নিহত তরুণ- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামের মোঃ তুহিন শেখের ছেলে মোঃ আপন শেখ(১৬)। আপন শেখ কাশিয়ানী জি.সি.পাইলোট উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, আপন ও তার বন্ধুরা মিলে ঈদের দ্বিতীয় দিন নিকটস্থ ঢাকা-বেনাপোল নতুন রেলের কাশিয়ানী-কাকদি রেললাইনে উপর ঘুরতে যায়। এ সময় আপন ও বন্ধুরা মিলে কাশিয়ানী-বেলতলা রেললাইনে থাকা একটি পাগলকে উত্ত্যক্ত করে কাকদি রেল গেট পর্যন্ত তাড়া করে। পাগলটি উল্টো তাড়া দিলে আপন ও তার বন্ধুরা দৌড়ার শুরু করে। দৌড়ানোর সময় আপন খায়েরহাট ছোটো পোল নামক রেল ব্রীজের নিচে পড়ে যায়। আপনের সাথে থাকা বন্ধুরা কিছু দুর এগিয়ে গেলে পিছে আপনকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে পুকুর/খালের ভিতরে আপনের জুতা ও আপনকে দেখতে পেয়ে আপনকে তুলে আনে। স্থানীয়দের সহযোগীতায় আপনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত. ঘোষণা করেন। নিহতের বাবা মোঃ তুহিন শেখ, ছেলে আপনের মৃত্যুর ঘটনাটিকে হত্যা বলে দাবি করছেন।
মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল এবং নিহতের বাড়ী একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.