প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৫:০৪ পি.এম
মাদারীপুর শহরকে সিসি ক্যামেরার আওতায় উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি।।
বিভিন্ন অপরাধ, সন্ত্রাসী মূলক কর্মকান্ড, ঝড়গা- বিবাদ, সড়ক দুর্ঘটনায় রোধে মাদারীপুর শহরের প্রধান প্রধান পয়েন্টে এবং শেখ হাসিনা মহাসড়ককে ২৬০ টি ক্যামেরার মাধ্যমে পুরো শহর সিসি ক্যামেরা আওতায় নিয়ে এসেছে মাদারীপুর জেলা পুলিশ। আজ দুপুরে মাদারীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় মাদারীপুর পুলিশের কার্যালয়ে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন কক্ষ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মো মাসুদ আলম ও সাবেক পৌর মেয়র নুর আলম বাবু চৌধুরী। এরপর কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।[video width="1280" height="720" mp4="https://www.livenews24bd.com/wp-content/uploads/2024/05/VID_20240529_120629.mp4"][/video]

মাদারীপুর শহরকে সিসিটিভির আওতায় আনার লক্ষে ৭০ লাখ টাকা ব্যয়ে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় ২৬০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
আলোচনা সভায় মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান। এসময়ে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো শাজাহান হাওলাদার, যুদ্ধ কালীন খালিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খানসহ জেলার বিভিন্ন দপ্তর ও ব্যবসায়ী এবং সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.