আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিক্তা বেগম নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘণ করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬ই মে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সূত্রে প্রকাশ,বৃহস্পতিবার সকাল হতে বরিশাল ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় ৪০ দিনের কর্ম সৃজন প্রকল্পের কর্মসূচীর শ্রমিকদের দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করে নির্বাচনী আচরণ বিধি লংঙ্ঘণ করার অভিযোগ উঠে ফুটবল মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিক্তা বেগম ও তার স্বামী ৪নং বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। পরে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান এর নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমাদুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান জানান, সরকারি কর্মসূচীর শ্রমিকদের দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করে আচরণ বিধি লংঙ্ঘণ করায় এ জরিমানা করা হয় এবং প্রার্থীকে আচারণ বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান জানান,আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। আচারণ বিধি লংঙ্ঘণ করলে জেল জরিমানা করা হবে। নির্বাচনী আচারণ বিধি লংঙ্ঘণ কারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হবে।
উল্লেখ্য যে,আগামী ২১ শে মে মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.