মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসারে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ করা হয়েছে। গতকাল বিকেলে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের কমলাপুর বীর মুক্তিযোদ্ধা সোবহান মাতুব্বরে বাড়ীতে গণযোগাযোগ অধিদপ্তরের মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার শীর্ষক প্রকল্পের অধীনে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সমূহ সম্পর্কে গ্রামীণ জনগনকে তথ্য প্রদান ও উদুবুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ইস্যু নিয়ে এ মহিলা সমাবেশ করা হয়েছে। অনুষ্ঠানে প্রথমে সংশিষ্ট বিষয়ের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এসময় মাদারীপুর জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সহকারী তথ্য অফিসার বেনজীর আহমেদ, ডাসার ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম শিকদার, মাদারীপুর বিটিভির জেলা প্রতিনিধি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মেহেদী হাসান সোহাগসহ কমলাপুর এলাকার শতাধিক মহিলারা।
এসময় বক্তরা বলেন, গ্রমীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, একটি বাড়ি একটি খামার, অশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়েতা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশ উত্তীর্ণ হওয়ার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেসকল বিষয়সমূহ, তথ্য প্রযুক্তি যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা নিশ্চিত করণ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.