মাদারীপুর প্রতিনিধি।।
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর - ৩ আসনের সাংসদ তাহমিনা বেগম এমপি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বিশ্বের সাথে, বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। তার লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিনত করা, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
গতকাল বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, জনস্বাস্থ্য, স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১, মাদক ও সন্ত্রাস, বাল্যবিবাহসহ, বিভিন্ন বিষয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেনজীর আহমেদসহ এলাকার নেতৃস্থানীয় মহিলাসহ অন্যান্য অর্ধশতাধিক মহিলারা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.