মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।
শুক্রবার (১৯ এপ্রিল ) রাত আনুমানিক ২টার দিকে সদরের যাত্রাপুর ইউনিয়নের (৮ নং ওর্য়াডে) চর রলাকাটায় কয়েলের আগুনে ১ বসতবাড়ি ও ৭ টি গরু পুড়ে ছাই । মোঃ শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার দিকে শহিদুল ইসলামের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এই ঘটনায় স্হানীয় ব্যক্তি মোঃ জাহাঙ্গীর আলম বলেন এই পরিবারের অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম বলেন, আগুনে আমার পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় আমার পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
এব্যাপারে যাত্রাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.