হাফিজুর শরিফ,মাদারীপুর।
মাদারীপুর মস্তফাপুর ও পেয়ারপুর এলাকায় বসতঘর ও গ্যারেজে আগুন দিয়ে পুড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনা দুটি ঘটেছে মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের রাসেল হত্যা মামলার আসামী এনামুলের বসতঘরে সোমবার রাত ১০টা দিকে এবং অপরটি পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়ীয়া গ্রামের ভ্যান চালক সেলিম বেপারীর ভ্যান গ্যারেজে মঙ্গলাবার গভিররাতে এই আগুন দিয়েছে দুর্বত্তরা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মস্তফাপুর ইউনিয়নের রাসেল হত্যার ঘটনা পর থেকে হত্যা মামলার আসমীরা পলাতক রয়েছে। এবং প্রায় একমাস এলাকায় স্থানীয় প্রশাসন দিয়ে পাহাড়া দিয়ে আসছিল তবে কিছুদিন যাবত পাহারা তুলে নেয়া হয়েছে আর এরপরই এলাকায় হত্যা মামলার আসামী এনামুলের বসতঘরে কে বা কারা আগুন দিয়ে পুড়ে দিয়েছে। স্থানীয়রা আগুন নিভাতে চেস্টা করলেও ততক্ষনে আগুনে পুড়ো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এবং রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের ভ্যান চালক সেলিম বেপারীর ভ্যান গ্যারেজে মঙ্গলবার গভিরাতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভ্যান চালকের একমাত্র উপার্জনের চালিকা শক্তি পুড়িয়ে দেয়ায় অসহায় হয়ে পড়েছে। এবং দোষীদের বের করে শাস্তির ব্যবস্থা কথা বলেছে পুলিশ প্রশাসন।
[caption id="attachment_3544" align="aligncenter" width="816"] হত্যা মামলার আসমীর ঘর পুড়ে ছাই[/caption]
মাদারীপুপর চাপাতলি গ্রামের চোকিদার লাল মিয়া ফোনে জানান, আমরা একমাস পাহারা দিয়েছি এখন আর পাহারা দিচ্ছি না। আমাদের পাহারা থেকে তুলে নেয়া হয়েছে। তারপরও আগুন লাগার পর ঘটনাস্থলে গিয়ে মানুষজন নিয়ে আগুন নেভানোর চেস্টা করছি।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. বদরুল আলম মোল্লা জানান, চাপাতলী এলাকায় আগুন দেয়ার ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং যতটুকু জেনেছি ঐ ঘরে যা ছিল তা আগেই সরিয়ে রাখা হয়েছিল। এবং গাছবাড়িয়া এলাকায় ঘটনা শুনেছি ঐ এলাকায় দলা দলির কারনে বিভিন্ন সময় আগুন দেয়ার ঘটনা ঘটে। এমনও হতে পারে নিজেরা আগুন দিয়ে অন্যকে ফাসানোর চেস্টা। তবে এই ভ্যান চালকের জন্য কস্ট হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.