জামালপুর সংবাদদাতা।।
জামালপুর শহরে পথচারীদের মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ এপ্রিল) ইফতারের আগে জেলা মডেল মসজিদের সামনে এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়৷
এসময় জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাইদ অমিত ব্যক্তি উদ্যোগে শতাধিক রিকশাচালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন।
জামালপুর জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাইদ অমিত বলেন, আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করি। তার উদাহরণ হিসেবে আজ ইফতার বিতরণ করা হয়েছে। আগামী তিন দিন আমরা ইফতার বিতরণ করবো। এছাড়া ঈদে ছিন্নমূল মানুষের মাঝে পোশাক উপহার দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রলীগের জেলা ও শহর কমিটির অন্যান্য নেতাকর্মীরা।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.