আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় ভুক্তভোগীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে উন্নয়নে কাজের সাসেক প্রকল্পে পলাশবাড়ী উপজেলায় ভূমি অধিগ্রহণের ক্ষতি পূরণের টাকা না পাওয়াসহ অধিগ্রহন কাজের জড়িত জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের ঘুষ দুর্নীতির প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৩১শে মার্চ রোববার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় ভুক্তভোগী ভূমি মালিক ও ব্যবসায়িরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ভূমি মালিক সুরুজ হক লিটন,জামাল উদ্দিন বাচ্চু, মোস্তাফিজুর রহমান,খলিল সর্দার,আবু ফরহাদ মন্ডল, মশিউর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন,ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক উন্নয়ন প্রকল্পে গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী মৌজায় ভূমি অধিগ্রহণের ক্ষতি পূরণের টাকা পাওয়ার দাবি জানান। সেই সঙ্গে সাসেক প্রকল্পে জমি অধিগ্রহন কাজে ঘুষ দুর্নীতির সাথে জড়িত জেলা প্রশাসনের কর্মকর্তাদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জোড় দাবী জানান।।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.