শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে রোডবাহী নসিমন চাপায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।গতকাল বুধবার বেলা ২টা ৩০মিনিটের দিকে উপজেলার বাথানডাঙ্গা থেকে খান্দারপাড় সড়কে কোড়ামারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শিশুর নাম তায়েবা(৩) । সে কোড়ামারী গ্রামের মিরাজুল শেখের মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, একই গ্রামের আব্বাস শেখ তার ছেলের আকিকার জন্য বাথানডাঙ্গা টু খান্দারপাড়(কোড়ামারী) পাঁকা সড়কের উপরে পশু জবাই করেন। তায়েবা তার দাদুর সাথে সেই পশু দেখতে যায়। তখন অপর পাশথেকে রডবোঝাই একটি নসিমন আসলে তায়েবা দৌঁড় দিলে নসিমনের সাথে ধাক্কা খায়ে পড়ে যায় এবং নসিমনের চাকা তার উপর দিয়ে উঠে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত তায়েবাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তায়েবাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় শিশু তায়েবের মৃত্যু খবর আমরা পেয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.